মাসুদ রানা :গতকাল বৃহস্পতিবার নারায়নগঞ্জ থেকে বরগুনা জেলার গলাচিপা বাজারের পাশে হাওলাদার বাড়ির, লতিফ হাওলাদারের ছেলে,আবুল কালাম হাওলাদার স্ত্রী, সন্তান সহো তার নিজ বাড়িতে এসে উঠেছে এমতাবস্থায় গ্রামবাসীরা সন্দিহানের মধ্যে আছে,যে হয়তোবা তাদের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে,পরবর্তীতে গ্রামবাসী স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বরের কাছে বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় কামাল মেম্বারের কাছে এ বিষয়ে জিঙ্গাসা করলে সে জানান,তাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিয়েছেন।তিনি আরো জানান বিষয়টি চেয়ারম্যান ও প্রশাসন দেখবে।তথ্য সুত্রে জানা গেছে প্রশাসন বিষয়টি নিয়ে দেখেছে, যারা ঢাকা থেকে এসেছে তার বড়ো ভাই নাকি বাজার করে দিয়ে গিয়েছে আর বলে গেছে,চৌদ্দ দিন বাসা থেকে যাতে করে বের না হয়,তারপরেও এই কথা শোনেনি ঢাকার নারায়নগঞ্জ থেকে আসা আবুল কালাম হাওলাদার, গ্রামবাসী সকাল বেলা তাকে গলাচিপা বাজারে দেখতে পায়।গ্রামবাসী এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত।
এ অবস্থায় যদি এখনও পর্যন্ত কিছু করা না হয় তাহলে বড়ো ধরনের ক্ষতি হতে পারে বলে জানান গ্রামবাসীরা।তাই অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা না গেলে হয়তোবা খারাপ রুপ ধারন করবে ওই এলাকার।তাই গ্রামবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।
Leave a Reply