জুলহাস: বরগুনার তালতলীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছেন মোঃ আসাদুজ্জামান। বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তিনি ৩৩তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। মোঃ আসাদুজ্জামান ২০১৪ সালে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট ও পরে টাঙ্গাইলের এনডিসি হিসেবে কাজ বরার পর ২০১৮ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে থেকে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত হিসেবে ১০ মাস কর্ম পরিচালনা করেন। এরপর তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করায় রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দেড় বছর বরগুনা জেলায়।
২০২০সালের ২১ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাহী হিসেবে ন্যস্ত করা হলে বরগুনার তালতলী উপজেলায় পদায়ন দেয়া হয়।
Leave a Reply