এম.এস রিয়াদঃ নোভেল করোনা ভাইরাসে গোটা পৃথিবী আজ আতঙ্কিত। এমন ভয়াবহ মহামারি থেকে রক্ষা পেতে বরগুনা জেলা কারাগার হাতে নিয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। কারাগারে অবস্থিত কারাবন্দীদের স্বাস্থ সুরক্ষায় করোনার ভয়াবহ ছোঁবল থেকে রক্ষা করতে সচেতনতা ও জীবানুনাশক স্প্রে করার পাশাপাশি বন্ধ করা হয়েছে বন্দীদের পরিবারের সাথে স্বাক্ষাৎ। কিন্তু অন্যদিকে পরিবার থেকে যাতে বিচ্ছিন্ন না হয় যোগাযোগ, তারজন্য সরকার তথা কারা অধিদপ্তরের নির্দেশে পরিবারের সাথে সপ্তাহ জুড়েই থাকে কথা বলার সুযোগ। প্রত্যেক কারাবন্দী সাত দিন পরপর একবার করে সেল ফোনের মাধ্যমে খোঁজ-খবর জানতে ও জানাতে পারছেন পরিবারকে। সেই সাথে জেলা কারাগারে অবস্থিত ক্যান্টিন থেকে খাদ্য ক্রয়ের লক্ষ্যে টাকা প্রেরণেরও ব্যবস্থা করেছেন এই কারা কর্তৃপক্ষ। প্রথমত (০১৭৬৯৯৭০৮৬৩) নম্বরে কল করে কারাবন্দীর নাম ঠিকানা লিখিয়ে ওই একই নম্বরে চাহিদানুযায়ী বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে পারবে কারাবন্দীর পরিবার। বরগুনা জেলা কারাগারের এমন ভিন্নধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কারাবন্দী পরিবার ও বরগুনার সচেতন মহল।
বরগুনার জেল সুপার আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, আমরা কারাবন্দীদের স্বাস্থ সুরক্ষার কথা চিন্তা করে সাত দিন পরপর একবার পরিবারের সাথে কথা বলা এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য একটি নির্ধারিত নম্বরের ব্যবস্থা গ্রহন করেছি। এমনটি অব্যাহত থাকবে করোনা থেকে পরিত্রাণের মুহূর্ত পর্যন্ত।
Leave a Reply