জুলহাস:বরগুনা ৬নং বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৯৫ নং স্বনির্ভর উত্তর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন কাজ চলছে
১৬/০৪/২০২০ বৃহস্পতিবার রাত্র ৯ ঘটিকার সময় স্থানীয় বাসিন্দা মোস্তফা ও লতিফ রড নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে প্রতিষ্ঠান এর সভাপতির ছোট ভাইয়ের কাছে তখন তারা রড রেখে দৌড়ে পালিয়ে যায়
লতিফের কাছ থেকে জানা যায় যে তারা রড নেয়ার চেষ্টা করে কিন্তু পথিমধ্যে নেওয়ার সময় কেউ লাইট মেরে দেখে তার কারণে তারা রড রেখে চলে যায় সেখান থেকে
এ ব্যাপারে মোস্তফা বলেন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় রড আমার পায়ে লাগে তাই আমি দূরে সরিয়ে রেখেছি সাংবাদিকরা প্রশ্ন করলে যে আপনি পালিয়ে গেছেন কেন কিন্তু সে কোন উত্তর দিতে পারেনি
স্থানীয় জনগণ বলেন এই স্কুল নিয়ে তারা একটা তামাশা শুরু করেছেন সরকারি স্কুল নিয়ে তারা যা ইচ্ছে তাই করতেছেন এক ভাই প্রধান শিক্ষক তার বউ সহকারী শিক্ষক আরেক ভাই সভাপতি আরও জানা যায় যে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম
প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল বলেন আমরা আরও চুরির বিষয়ে কিছু জানি না তবে এটা নিয়ে আমরা সন্ধ্যার পর নিজেরা বসে একটা বিচার করব সে আমাদের স্থানীয় বাসিন্দা এটা নিয়ে আমরা কোন বাড়াবাড়ি করতে চাই না
অত্র স্কুলের সভাপতি বিধান চন্দ্র শীল তার সাথে কথা বলার চেষ্টা করলে সে সাংবাদিকের কাছে আসেনি ফোন দিলে ফোন ধরেন না
Leave a Reply