এম.এস রিয়াদঃ দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে কঠিন অবস্থানে বাংলাদেশের অন্যতম বাহীনি র্যাব সদস্যদের দেখা যাচ্ছে সর্বত্র। বরগুনার সাধারণ মানুষের নিকটতম থেকে নিরলস কাজ করে যাচ্ছেন পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা। র্যাব-৮ পটুয়াখালী কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রইচ উদ্দীনের নেতৃত্বে ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর (ডিএডি) মোফাচ্ছেল হক এর তত্ত্ববধানে একদল কর্মঠ র্যাব সদস্যরা মহামারি করোনার এমন প্রাক্কালে বরগুনার সাধারণ ও খেঁটে খাওয়া মানুষের পাশে থেকে স্বাস্থ সুরক্ষায় সামাজিক দুরত্বতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। একই সাথে দেখা গেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের একদল স্বেচ্ছাসেবকদের। বরগুনা ইউনিটের যুব প্রধান ইকবাল হোসেন এর নেতৃত্বে রাত-দিন কাজ করে যাচ্ছে এই সদস্যরা। যাদের বিশ্বের সকল দুর্সময় ও দুর্যোগে কাছে পেতে দেখা গেছে। যারা মানুষের প্রাথমিক চিকিৎসাসহ দিয়ে যাচ্ছেন পরিশ্রমের সর্বচ্চটুকু। তবে সুশিল সমাজের নাগরিকরা বলছেন, চাহিদার থেকে বেশি নয়, এমন চাওয়া হলে, সর্বদা সচেতনতার সাথে পথ চললে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারে দেশের জনগণ।
Leave a Reply