এম.এস রিয়াদঃ নোভেল করোনা-১৯ মহামারি থেকে স্বাস্থ সুরক্ষায় ইতোমধ্যে বরগুনা জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। এরমধ্যে শারীরিকভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনার মধ্যে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার অন্তর্বর্তীকালীন জিলা স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ এই বাজারটি পরিদর্শণ করেছেন। এসময় বাজারের সার্বিক পরিস্থিতি ও সামাজিক দুরত্বতা বজায় রেখে বাজার করছে কিনা, এর খোঁজ-খবর করেন। তিনি বলেন, সামাজিক দুরত্বতা নিশ্চিত করার লক্ষে বরগুনা পৌরসভার সহযোগিতায় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জিলা স্কুল মাঠে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার স্থাপন করেছি। গ্রামগঞ্জের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্টেটরা এবিষয়গুলো তদারকি করছে। সরকারের নির্দেশ মেনে চলতে এবং অহেতুক ঘরের বাহিরে বের না হতেও সকলের প্রতি তিনি উদার্ত আহ্বান জানান।
কোন মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজ নিয়ে জেলা প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় সংবাদকর্মীদের বলেন। মাঠে জেলা প্রশাসনের একটি মোবাইল কোর্টের টিমসহ পুলিশ, র্যাব, নৌবাহীনি ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের একটি টিম সর্বদা মানুষের পাশে থেকে করোনার ক্ষতিকর দিকগুলো জানানোর পাশাপাশি এর থেকে মুক্তির বার্তা পৌঁছে দিচ্ছেন।
Leave a Reply