এম.এস রিয়াদঃ করোনা (কোভিড-১৯) এর কড়াল গ্রাসের হাত থেকে রক্ষা করতে মানুষের পাশে দাঁড়িয়েছেন পটুযাখালী র্যাব -৮ এর একটি টিম। তারা গত ৩০ মার্চ থেকে বরগুনার বিভিন্ন স্থানে স্বাস্থ সুরক্ষায় নিজ নিজ ঘরে অবস্থান, মাস্ক ব্যবহার, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দ্বারা ঘণ ঘণ হাত ধোয়াসহ বিভিন্ন ধরণের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ জনগণের কাছে। এর আগে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তারা স্বাস্থ সচেতনতামূলক বার্তা পৌঁছিয়েছেন। পটুয়াখালী র্যাব -৮ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এ টিমের নেতৃত্ব দিচ্ছেন।
Leave a Reply