মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৮নং ওয়ার্ডে গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ সিদ্দিক হাওলাদার (৩০) ও রিপন হাওলাদার (৩৫) নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা ও চাষ করা গাঁজা গাছ উদ্ধার করা হয়। সিদ্দিক ও রিপন হাওলাদার পৌর শহরের ৮নং ওয়ার্ডে আবুল কালাম হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গতকাল রোববার দুপুরে পুলিশ ক্রেতা সেজে গাঁজা কিনতে গেলে গাঁজা বিক্রেতারা পুরিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্ট্রবল শফিকুল ইসলাম আহত হয়। এসময় গাঁজাসহ সিদ্দিক ও রিপন হাওলাদার নামে দুই ভাইকে গ্রেফতার করা হলেও অন্যরা পলিয়ে যায়। এ হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার ও বাড়ির উঠানের গাঁজা গাছের বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply