মীর জামাল: প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই গ্রাম্য যাত্রার নামে চলছে অশালীন নৃত্য। যা দেখে নাটক দেখতে আগত নারীরা তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। কিন্তু উঠতি বয়সী যুবকরা নাচ দেখে হৈচৈ শুরু করেছে। বরিশাল থেকে সাত জন নাচনেওয়ালী আনা হয়েছে এখানে। অনুষ্ঠান চলবে সারা রাত ধরে।
বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের বটতলার বান্ধা এলাকার আটঘর নামক স্থানে চলছে এসব।
Leave a Reply