মোঃআসাদুজ্জামান : একাত্তর টিভি, ডিবিসি টেলিভিশন, ইত্তেফাকের প্রতিনিধিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে বরগুনায় করা হয়েছে মানববন্ধন।
মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে বরগুনা প্রেসক্লাব ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এ কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, সাবেক সভাপতি আবদুল আলীম হিমু, মো. হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস, হাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকতা পেশা একটি ঝূকিপূর্ণ পেশায় পরিনত হয়েছে। সাংবদিকরা তাদের সত্য প্রকাশে বাধার সম্মুখীন হচ্ছে। প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, টাঙাইলসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন আমাদের বাকরুদ্ধ করেছে। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাছে নিবেদন দ্রুত সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারী টাঙ্গাইলের ভূয়াপুরের কাশবনে জুয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডিবিসির প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পার্সন আশিকুর রহমান, ইত্তেফাকের প্রতিনিধি পিযুস ঘোষ ও একুশে বানীর প্রতিনিধি হৃদয় মন্ডল নির্যাতনের শিকার হয়েছেন। গত ৫ জানুয়ারি একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সাংবাদিককে রক্ষা না করে উল্টো তার হাতে হাতকড়া পরিয়েছে।
Leave a Reply