স্টাফ রিপোর্টার : বরগুনা শহরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠন ইকরা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল গতকাল কলেজব্রাঞ্চ রোডে নিজস্ব ভবনে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার দীর্ঘ্য ১৫ বছর পরে নিজস্ব ভবনে গতকাল থেকে ক্লাশ উদ্বোধন করা হয়। নতুন ভবনে স্কুলের নতুন বর্ষের ক্লাশ উদ্বোধন করেন প্রধান অতিথি দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এ.কে আজাদ, সেলিনা আক্তার, মোঃ নুরুল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ জাকির হোসেন, ইসরাত জাহান মনি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহঃ প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন সোহেল।
Leave a Reply