জানুয়ারি- নভেম্বর, ২০১৯ সময়ে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দেশব্যাপী প্রথম স্থান অর্জন করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সফলতায় আগামী ০৭ জানুয়ারী ২০২০ খ্রিঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহ ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে পুরস্কৃত করবেন মাননীয় আইজিপি মহোদয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আইজিপি মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করবেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই ধারাবাহিক সাফল্যে ইউনিটে কর্মরত সকল পুলিশ সদস্যকে পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply