মোস্তফা কাদের : বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামে চাঁদা না দেয়ায় মনির নামের এক ব্যবসায়ীর বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মোমেনা বাদী হয়ে রবিবার বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।
জানাগেছে, ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামে লোকমান নামের এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজী করে আসছে। কিছু দিন যাবৎ লোকমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মোমেনা ও তার পুত্র মনিরের কাছে চাঁদা দাবি করে আসছিল। তবে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকিও দিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে লোকমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারও মনিরের বাড়ীতে আসে। এক পর্যায়ে বাড়ীর মালিক মোমেনা ও তার পুত্র মনিরকে রাস্তার উপর ফেলে মারধর শুরু করে। এসময় সন্ত্রাসীরা ঘর বাড়ী ভাংচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করে ব্যাপক ক্ষতি করে। একপর্যায় এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।
এলাকাবাসীর অভিযোগ লোকমান তার দলবল নিয়ে এলাকার সাধারন মানুষকে নানা ভাবে হয়রানী করে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
উল্লেখ্য মোমেনা দীর্ঘ ২৫/৩০ বছর যাবৎ তার পৈত্রিক ও কবলাকৃত জমিতে ঘর বাড়ী তৈরী করে বসবাস করে আসছিল। সম্প্রতি ঘরটি সংস্কার করার উদ্যোগ নিলে লোকমান তার লোকজন নিয়ে বাধাঁ দেয় এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। আদালত মামলাটি গ্রহন করে আদেশের জন্য রেখেছে।
Leave a Reply