মোঃ আসাদুজ্জামান: বরগুনা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহর নেতৃত্ব চ্যানেল আই,প্রকৃতি মেলা উপলক্ষে আজ সকাল ১০ টায় দূর্যোগঘন আবহাওয়ার মধ্য, রেলী,আলোচনা সভা,বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে রেলী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের ছাদকৃষি বাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আই, জেলা প্রতিনিধি, হাসান ঝন্টু। আলোচনায় অংশ নেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জালাল উদ্দিন,প্রেসক্লাব সভাপতি,চিত্ত রন্জ্ঞন শীল,চ্যানেল আইন দর্শক ফোরাম সভাপতি সামসুউদ্দীন খান,মহিলা সমিতির সভানেত্রী, মাহফুজা বেগম,সাংবাদিক সন্জ্বীব দাস,প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি,জাগোনারী প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃমোস্তাইন বিল্লাহ। আলোচনা শেষে শীতের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করানো হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে অতিথিদের নিয়ে বকুল ফুলের চাড়া রোপন করেন জেলা প্রশাসক।
মোঃ আসাদুজ্জামান
বরগুনা.০১৭১৫১৫৬৬০২
Leave a Reply