মোঃ আসাদুজ্জামান: গত বুধবার সকাল ১০ টায় বরগুনা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত ২০২০ সালের কার্যকরী কমিটি দায়িত্বভার গ্রহন করেছেন। এর আগে ১০ ডিসেম্বর সকাল ১১ টায় বরগুনা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে ইফতেখার শাহীন সভাপতি ও গোবিন্দ চন্দ্র মালাকার সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন। সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিগত কার্যকরী কমিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু নব নির্বাচিত কমিটির সভাপতি ইফতেখার শাহীনকে আনুষ্ঠানিকভাবে বরগুনা রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।
Leave a Reply