মো. আসাদুজ্জামান : সারাদেশের ন্যায় বরগুনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন শ্রেণির বই হাতে পেয়ে খুশি হয়েছে শিক্ষার্থীরা। স্বস্তি পেয়েছে শিক্ষক ও অভিবাবকরা।
এ উপলক্ষে আজ সকাল ১০টায় বরগুনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মো.শাহাদাত হোসেন প্রমূখ।
এ বছর বরগুনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ১২ লাখ ৭১ হাজার ৯৪০টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১ লাখ ২৯ হাজার টি এবং মাধ্যমিক পর্যায়ে ১১লাখ ৪২ হাজার ৯৪০টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
Leave a Reply