মোঃ মোশাররফ হোসেন
সম্পাদক, দৈনিক দ্বীপাঞ্চল
ইলিশ মেলা ইলিশ মেলা বরগুনাতে জমছে খেলা।
প্রথম মেলার আয়োজনে জাগছে সাড়া সবার মনে।
টনে টনে উঠছে ইলিশ কেনা কাটায় নেইকো নালিশ।
হাজার রকম ইলিশ খানা কিনে খেতে নেইকো মানা।
উপচে পড়া মানুষের ভীড় কেনা কাটায় সবাই অস্থির।
সকাল থেকে সন্ধ্যা বেলা বরগুনাতে ইলিশ মেলা।
দেশের মাঝে এটাই প্রথম তাই, প্রশাসনের ব্যস্ত কদম।
ইলিশ মেলা ইলিশ মেলা বরগুনা চাই ইলিশ জেলা।
Leave a Reply