স্টাফ রিপোর্টার : বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ে রিমন নামের এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফুলঝুড়ি নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়। রিমন বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা রিয়াজের ছেলে। স্থানীয় বাসিন্দা মিরাজ খান জানান, কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয়ে রিমনকে ধরে ফুলঝুড়ি খেয়া পার হয়ে বামনা উপজেলার দিকে নিয়ে গেছে। তারা যাবার সময় ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে যান বলেও জানান তিনি। বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ডিবি পুলিশের টিম ফুলঝুড়ি যায়নি। কারা তাকে ধরে নিয়েছে আপনার জানার চেষ্টা করুন। আমরাও খোঁজ নিচ্ছি।
Leave a Reply