কলাপাড়া সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামে মো. সোবাহান মৃধা (২০) নামে এক যুবকের ডান কান কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আহত সোবাহানকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অব¯’ার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাতে ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটানো হয় বলে জানান আহতের স্বজনরা। আহত সোবাহান মনসাতলী গ্রামের মো. সুলতান মৃধার ছেলে। ঘটনার সময় সোবাহান ব্যতীত ঘরে অন্য কেউই ছিলেন না। এ ঘটনায় মামলার প্র¯‘ুতি চলছে বলে তার স্বজনদের সূত্রে জানা গেছে। আহত সোবাহানের চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন জানান, ভোরবেলা তার চাচা সুলতান মৃধার ঘরের বারান্দার একটি জানালা ভাঙা দেখে তারা এগিয়ে যান। এ সময় ঘরের ভেতরে মেঝেতে সোবাহানকে অজ্ঞান অব¯’ায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যান। তার ডান কানের অর্ধেকের বেশি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। মহিপুর থানার ওসি মো. সোহেল আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যব¯’া নেয়া হবে।
Leave a Reply